
মজলিশপুর বিজেপি মন্ডলের উদ্যোগে শনিবার জিরানীয়া রানিরবাজার সহ বিভিন্ন এলাকার খেঁটে খাওয়া মানুষদের জন্য খাদ্য সামগ্রী বিতরণের ব্যবস্থা করা হয়।
যে সমস্ত পরিবারের লোকজনদের আয়ের একমাত্র উপার্জন দিন মজুরের কাজ, লকডাউনের দিনে সেই সমস্ত পরিবাররা যাতে দু’বেলা ভরপেট খাবার খেতে পারে সেই লক্ষ্যে জিরানীয়া মহকুমা প্রশাসনের উদ্যোগে তাদের খাবারের ব্যবস্থা করা হয়।
রানিরবাজার পুর পরিষদ এবং জিরানীয়া নগর পঞ্চায়েত এলাকার মানুষদের মধ্যে শনিবার খাবার তুলে দেন এলাকার বিধায়ক সুশান্ত চৌধুরী। তিনি জানান লকডাউনের সময় মানুষ যাতে অভুক্ত না থাকে সেই লক্ষ্যেই এই আয়োজন।