To bring more transparency in Governance Govt is launching a WhatsApp number 8794534501 where anyone can complaint with evidence regarding any corruption and Government will take action within 24 hours.
Chief Minister Biplab Deb Kumar Deb in his tweet wrote “Our aim is Zero tollerance policy against corruption. To bring more transparency in Governance, we are launching a Whatsaap no : 8794534501, where you can complaint with evidence regarding any corruption and we will take action within 24 hours. Your identity will be kept secret”.
রাজ্যকে দূর্নীতিমুক্ত রাখার ক্ষেত্রে বর্তমান সরকার আপোষহীন নীতি অবলম্বন করে কাজ করছে। এরই পরিপ্রেক্ষিতে আপনি যদি আপনার কোন ব্যক্তিগত কাজ করতে গিয়ে কোনো সরকারি আধিকারিক বা কর্মী দ্বারা হয়রানির শিকার হন বা কোনরকম উৎকোচ যদি আধিকারিক বা কর্মী আপনার কাছে চেয়ে থাকে, তাহলে উপযুক্ত প্রমান সহ 8794534501 নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে দিন। ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই ক্ষেত্রে আপনার নাম ঠিকানা সহ সব রকম তথ্য অবশ্যই গোপন রাখা হবে।

