গাঁজা বিরোধী অভিযানে আবারও সাফল্য পেল আমবাসা থানার পুলিস।
আমবাসা SDPO আশিষ দাস গুপ্তের নেতৃত্বে শুক্রবার নাইলাহাবাড়ি বেত বাগানস্থিত জাতীয় সড়কে অভিযান চালিয়ে এই সাফল্য পায় পুলিস। SDPO জানিয়েছেন তাদের কাছে গোপন সূত্রে খবর ছিল, একটি লরিতে করে বিপুল পরিমাণ গাঁজা যাচ্ছে ঐ রাস্তা দিয়ে।
সূত্রের খবরের ভিত্তিতে সন্দিগ্ধ গাড়িটিকে আটক করে তল্লাশি চালায় পুলিস।
সেখান থেকে ৬৫ প্যাকেট গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় তারা। সেই সাথে দু’জন পাচারকারীকেও আটক করেছে পুলিস। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিস।