ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্জ হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক গঙ্গা প্রসাদ প্রসেইন। সোমবারই তিনি উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করেন। তবে বহিঃরাজ্য থেকে আসায় ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকবেন বলেও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে।
ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য অধ্যাপক প্রসেইন এর আগে মণিপুর বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ অনেক বছর ধরেই তিনি সেখানে নিয়োজিত রয়েছেন।
সূত্রে জানা যায়, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বভার গ্রহণের পরই তিনি এই প্রতিষ্ঠানটির পরিকাঠামো সহ বিভিন্ন সমস্যা দূরীকরণে খুব সহসাই উদ্যোগ গ্রহণ করবেন। একই সাথে বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শূন্য হয়ে থাকা বিভিন্ন বিভাগের পদগুলি পূরণে উদ্যোগ নেবেন।