কোন মিডিয়াকে হুমকি দেইনি। জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কয়েকটি মিডিয়াকে মুখ্যমন্ত্রী হুমকি দিয়েছে বলে অভিযোগ তুলেছেন রাজ্যের সাংবাদিকদের একটা অংশ। রাতারাতি তারা দ্বারস্থ হয়েছেন রাজ্যপালেরও। কিন্তু মুখ্যমন্ত্রী শ্রীদেব জানিয়েছেন, কোন মিডিয়াকে হুমকি দেওয়ার প্রশ্নই উঠে না। তার অভিযোগ করোনা পরিস্থিতি নিয়ে দু’একটি মিডিয়া রাজ্যে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়াচ্ছে। যার ফলে করোনা আক্রান্তরা হাসপাতালে আসতে ভয় পাচ্ছে। এতেই বাড়ছে মৃত্যু। আতঙ্ক না ছড়ানোর আহ্বান।
এদিকে রাজ্যের প্রধান করোনা হাসপাতালে অক্সিজেন লাইনে অন্তর্ঘাতের গুরুতর অভিযোগ উঠেছে। এই ব্যাপারে হাসপাতালের পক্ষ থেকে পুলিসের কাছে মামলা দায়ের করা হয়েছে। পুলিস একজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। করোনা পরিস্থিতিতেই রাজ্যে স্বাস্থ্য অধিকর্তা পদত্যাগ করেছেন। পদত্যাগ করেছেন করোনা হাসপাতালের সুপারও। এদিকে রাজ্যে করোনা আক্রান্ত ২২ হাজার ছাড়িয়েছে। মৃত্যু ২৪৫। ত্রিপুরায় কার্যত গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেছে। হাসপাতালে উপচে পড়ছে করোনা রোগী। বাড়ি ঘরেও চিকিৎসাধীন রয়েছেন অনেক করোনা সংক্রমিতরা। করোনা আবহে সোমবার বসছে ত্রিপুরা বিধানসভার অধিবেশন।