রাজ্যের বিজ্ঞাপন পলিসিতে বৈদ্যুতিন সংবাদ মাধ্যমগুলিকে অন্তর্ভুক্ত করা, ৫১ শতাংশ বিজ্ঞাপন বরাদ্দ করা, সকল সংবাদ মাধ্যমকে স্বীকৃতি প্রদান ও যোগ্যতা অনুযায়ী ক্যাটাগরি প্রদান করা, খুমুলুঙ’এ পৃথক প্রেসক্লাব গঠন করা সহ বিভিন্ন দাবীকে সামনে রেখে শুক্রবার আগরতলা প্রেসক্লাবের সামনে গণঅবস্থান সংগঠিত করল ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি।
আগেই এক সাংবাদিক সম্মেলনে বিষয়টি জানানো হয়েছিল। বেলা ১২টা থেকে শুরু হয়ে গণঅবস্থান চলে টানা ২ ঘন্টা।
উপস্থিত ছিলেন ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির সম্পাদক সৌরজিত পাল, চেয়ারপার্সন প্রণব সরকার, সভাপতি সেবক ভট্টাচার্যী, বিশিষ্ট ব্যক্তিত্ব সঞ্জয় পাল সহ বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার মালিক ও এডিটরগণ। প্রচুর সংখ্যায় সংবাদ কর্মীরা এই গণঅবস্থানে অংশগ্রহণ করেন।