শনিবার সিপিআইএমের রাজ্য কমিটির তিন সদস্যের প্রতিনিধি দল রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশকের সাথে দেখা করেন।
পরে সাংবাদিক সম্মেলনে সিপিআইএমের রাজ্য সম্পাদক গৌতম দাস অভিযোগ করেন রাজ্যে গণতন্ত্র এবং আইনের শাসনের কোন অস্তিত্ব নেই ।
রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও এদিন ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক সম্মেলনে সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস।
রাজ্যের শাসক দল বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে সিপিআইএম নেতা কর্মীদের ওপর গত ৩১ মাসে আক্রমণের তথ্য তুলে ধরেন সিপিআইএমের রাজ্য সম্পাদক গৌতম দাস। সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকেন প্রাক্তন সিপিআইএমের সাংসদ জিতেন্দ্র চৌধুরী।