কংগ্রেসের নেতাকর্মীদের ভয় দেখিয়ে চমকিয়ে আটকানো যাবে না।
২০২৩ সালে ত্রিপুরায় কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত হবার পর বিজেপির কাছ থেকে সব হিসেব নেওয়া হবে। রাজ্য সফরে এসে রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন সরকারের দিকে এই অভিমত ব্যক্ত করে হুঁশিয়ারি দিলেন পাঞ্জাবের কংগ্রেস বিধায়ক এবং ত্রিপুরা, নাগাল্যান্ড ও সিকিমে কংগ্রেসের ইনচার্জের দায়িত্বে থাকা কুলজিৎ সিং নাগরা।
সোমবার আগরতলায় কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করেন তিনি।
সেখান থেকেই বিজেপির বিরুদ্ধে সুর চড়ান তিনি। কেন্দ্র ও রাজ্য বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন।