মঙ্গলবার মহাকরণে রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত বৈঠকে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
তার মধ্যে অন্যতম হল, ম্যানপাওয়ার অ্যান্ড এমপ্লয়মেন্ট দপ্তরের অধীনে চার হাজার এলডিসি ও মাল্টিপারপাস কর্মী নিয়োগ করা হবে।
জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড গঠন করে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে রাজ্য সরকার। এই পদে চাকরির জন্য চাকরিচ্যুত ১০ হাজার ৩২৩ শিক্ষকরাও আবেদন করতে পারবেন।
এলডিসি নিয়োগের ক্ষেত্রে যদি কেউ টাইপ না জানেন তাহলেও তাঁর নিয়োগ আটকাবে না। সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির নিয়োগের পর ছ’মাসের মধ্যে টাইপ শিখে নেওয়ার সুযোগ থাকবে।
মন্ত্রিসভার বৈঠকে ২০১৮ সালে নিয়োগ নীতির কিছু সংশোধন করা হয়েছে। সেই অনুয়ায়ী মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। ৮৫ নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং ১৫ নম্বর মৌখিক বা ভাইবা।