ষষ্ঠী ও সপ্তমীতে আকাশের মুখ ছিল ভার। পুজোর দিনেও তাই ছিল না পুজো পুজো ভাব। তাই পথেও ছিল না তেমন লোকজন। মনে হয়েছিল, করোনা সচেতনতার বাণী বুঝি ঢুকেছে জনতার মগজে। শনিবার বেলা বাড়তে বিদায় নিয়েছে নিম্নচাপ। শারদসূর্যের দেখা মিলতেই যাবতীয় আশঙ্কা কাটিয়ে জনসমুদ্রে ঝাঁপ দিল মানুষ। আগরতলায় সংক্রমণের আশঙ্কা ফুৎকারে উড়িয়ে অষ্টমীর সন্ধ্যায় থেকে রাত… Continue reading বৃষ্টি থামতেই শিকেয় উঠল সোশ্যাল ডিসট্যান্সিং, অষ্টমীতে লোকারণ্য শহর