ব্যাঙ্কের কিস্তির সময়সীমা বাড়ানোর দাবীতে গ্রামীণ ব্যাঙ্কের সদর দপ্তরের সামনে ধর্না কর্মসূচী পালন করে ১০,৩২৩।
শিক্ষক নেতৃ ডালিয়া দাসের নেতৃত্বে হয় এই ধর্ণা কর্মসূচী।
ডালিয়া দাস বলেন, তাদের চাকরীচ্যুত হবার পরও ব্যাঙ্ক থেকে বার বার চাপ দেওয়া হচ্ছে কিস্তির টাকা মিটিয়ে দেওয়ার জন্য।
কিন্তু গত কয়েক মাস ধরে বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা না পাওয়ার কারণে তারা এখন আর্থিক সংকটের মধ্যে রয়েছেন।
বিষয়টি বিবেচনা করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ যেন ঋণ পরিষদের সময়সীমা বাড়ায় সেই বিষয়ে আবেদন রাখেন ১০,৩২৩ চাকুরীচ্যুতরা।