রাজ্যে রোজ ভ্যালি চিটফান্ড আর্থিক কেলেঙ্কারির তদন্তে রাজ্যে আসছে CBI । সূত্রের খবর রাজ্য সরকারের অনুরোধে রাজ্যে রোজ ভ্যালি চিটফান্ড কেলেঙ্কারির তদন্ত করতে রাজ্যে আসছে সি বি আই । রোজভ্যালি চিটফান্ড কেলেঙ্কারিতে রাজ্যের বহু আমানতকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন ।
২০১৮ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে রোজ ভ্যালি চিটফান্ড কেলেঙ্কারি অন্যতম একটি ইস্যু ছিল । রাজ্যের বর্তমান শাসকদল তৎকালীন সময়ে বিরোধী শিবিরে ছিল । ২০১৮ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে তাদের ভিসন ডকুমেন্টে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা ক্ষমতায় এলে রোজ ভ্যালি চিটফান্ড কেলেঙ্কারির তদন্ত হবে । ২০১৮ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতায় আসে বিজেপি-আইপিএফটি জোট ।
ক্ষমতায় এসে নির্বাচনী প্রতিশ্রুতি বিজেপি যাতে পালন করে তা নিয়ে রোজ ভ্যালি চিটফান্ড কেলেঙ্কারিতে ক্ষতিগ্রস্ত আমানতকারিদের পাশাপাশি বিভিন্ন মহল থেকে দাবী উঠে আসছে । সূত্রের খবর রাজ্য সরকার সি বি আই কে অনুরোধ করেছে রাজ্যে এসে সি বি আই যেন রোজভ্যালি চিটফান্ড কেলেঙ্কারির তদন্ত করে ।
খুব শীঘ্রই রাজ্যে আসছে সিবিআই । চলতি বছরের ডিসেম্বর মাসেই রাজ্যে পা ফেলতে চলেছে সিবি আই বলে সূত্রের খবর । কোন কোন প্রভাবশালীরা রোজ ভ্যালি চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে যুক্ত বা রোজ ভ্যালি চিটফান্ড সংস্থা থেকে সুবিধা নিয়েছেন তাদের এক লম্বা তালিকা সিবিআই তদন্তের প্রাথমিক পর্যায়ে হতে পারে বলে সূত্রের খবর ।