মাতা ত্রিপুরাসুন্দরী মন্দির ট্রাস্টের নতুন ওয়েব পোর্টালের শুভ সূচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
এবার থেকে অনলাইনে মায়ের দর্শন করা যাবে এই পোর্টালের মাধ্যমে।

সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত অনলাইনে লাইভ দর্শন করা যাবে। অনলাইনে দানও করা যাবে এই পোর্টালের মাধ্যমে।
মন্দির ও সংলগ্ন এলাকার উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের পর্যটনমন্ত্রক ৩৮ কোটি টাকা মঞ্জুর করেছে। তা দিয়ে স্টেশন থেকে রাস্তা পর্যন্ত ওভারব্রিজ নির্মাণ, আলোকসজ্জা, জলের ব্যবস্থা করার কাজ করা হবে।
বালাজী মন্দির, বৈষ্ণদেবী মন্দিরে দর্শনার্থী যাওয়ার ফলে পান বিক্রেতা থেকে ফাইভ স্টার হোটেল- সকলেই আর্থিক ভাবে লাভান্বিত হয়।
তিনি বলেন “আমি দেশ-দুনিয়ার সমস্ত মানুষের কাছে বিনম্র আবেদন করব, ত্রিপুরায় আসুন। মা ত্রিপুরাসুন্দরীর মন্দির দর্শন করুন। আপনাদের আকাঙ্খা এবং লক্ষ্য পূরণ হবে”।