সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া আগরতলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির নির্বাচনকে সামনে রেখে আত্মপ্রকাশ করে ফোরাম ফর ডেভেলপমেন্ট এন্ড প্রটেকশন অফ মিডিয়া কমিউনিটি (FDPMC) । ফলাফল ঘোষণার পর দেখা যায়, প্রতিপক্ষের সকল প্রকার প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে ফোরাম সমর্থিত প্যানেল।
ভোটারদের এই রায়কে স্বাগত জানিয়ে, আগামী দিনেও সংবাদ মাধ্যম এবং সংবাদকর্মীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিশেষত সংবাদমাধ্যম কর্মীদের সুরক্ষা এবং কাজের উৎকর্ষতা বৃদ্ধি ও সার্বিক অগ্রগতির লক্ষ্যে আগামী দিনে রাজধানীর বাইরে তথা বিভিন্ন জেলাগুলিতেও ফোরামের শাখা বিস্তৃত করতে সিদ্ধান্ত গ্রহণ করেছে ফোরাম ।
এই লক্ষ্যকে সামনে রেখে, আগামী ২০ শে ডিসেম্বর ‘২০ ইং তারিখে সকাল ১১টায় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হতে চলেছে ফোরামের প্রথম রাজ্য সম্মেলন। প্রাক-সম্মেলন কর্মসূচি অনুযায়ী বিগত ১ লা ডিসেম্বর থেকে বিভিন্ন জেলা এবং মহকুমায় প্রস্তুতি বৈঠক করা হচ্ছে । ইতিমধ্যেই উত্তর ত্রিপুরা জেলা, ঊনকোটি জেলা, ধলাই জেলা ও খোয়াই জেলায় প্রস্তুতি বৈঠক সম্পন্ন হয়েছে | এই প্রস্তুতি বৈঠকগুলোকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় সাংবাদিক ও সংবাদ কর্মীদের মধ্যে ।
সংবাদমাধ্যমের সাথে যুক্ত সকল প্রতিনিধিদের (মিডিয়া সংশ্লিষ্ট অন্য কোন ট্রেড ইউনিয়নের সদস্য হলেও কোন বাধা নেই) আগামী ২০ শে ডিসেম্বর আসন্ন রাজ্য সম্মেলনে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ফোরাম ফর ডেভলপমেন্ট এন্ড প্রটেকশন অফ মিডিয়া কমিউনিটি |