পুস্তক বিক্রেতাদের আবেদনে সাড়া দিয়ে ২০২১’এর আগরতলা বইমেলায় থাকছে ব্যাপক ছাড়।
হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে অনুষথিত এবারের বইমেলায় ছাড় দেওয়া হবে ইলেকট্রিক বিল এবং স্টল ভাড়ার ক্ষেত্রে।
সোমবার রবীন্দ্রভবনে পরিচালন কমিটির প্রথম সভা থেকে জানালেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ।