বৃহস্পতিবার দক্ষিন ত্রিপুরা জেলা সফর করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
এদিন বিলোনীয়া ও শান্তিরবাজারে এক গুচ্ছ উন্নয়ন কর্মসূচীর উদ্ভোধন হয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। বিলোনীয়ার সাড়াসীমায় একটি পাথর ভাঙ্গার কারখানার উদ্ভোদন করেন মুখ্যমন্ত্রী। এরপরে উত্তর সাড়াসীমায় একটি মাল্টি জিম সেন্টারের উদ্ভোধন করেন তিনি ।
এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী TNV কলোনী থেকে বি বি রোড পর্যন্ত ভায়া শান্তিরবাজার রেল স্টেশন একটি সড়কের উদ্ভোধন করেন । এদিন মুখ্যমন্ত্রীর এই সফরসূচী ঘিরে স্থানীয় মানুষের বিপ্পুল উপস্থিতি লক্ষ করা যায়।

মুখ্যমন্ত্রীও সাধারণ মানুষের সাথে কথা বলেন। এদিন শান্তিরবাজারে আই টি আই এর উদ্ভোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
মৈত্রী সেতু নির্মাণ হওয়ার পর উত্তর-পূর্বাঞ্চলের অন্নদাতা হবে ত্রিপুরা দাবি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের।