দেশের করোনা সংক্রমণ নিয়ে নতুন করে উদ্বেগ। একে তো দক্ষিণ আফ্রিকার করোনার স্ট্রেন ইতিমধ্যে ভারতে প্রবেশ করেছে।
তার উপর নতুন করে মহারাষ্ট্রে চিন্তা বাড়াতে শুরু করেছে দৈনিক আক্রান্তের সংখ্যা।

গত কয়েকদিন ধরেই মারাঠাভূমে সংক্রমণের হার ছিল ঊর্ধ্বমুখী। ৭৫ দিন পর ওই রাজ্যে একদিনে ৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত হলেন।
যার ফলে বাধ্য হয়েই উদ্ধব ঠাকরের সরকার রাজ্যের দুটি জেলায় নতুন করে সাপ্তাহিক লকডাউন শুরু করেছে। মুম্বই শহরে নতুন করে শুরু হয়েছে কড়া নজরদারি। যারা হোম আইসোলেশনের নিয়ম মানছে না, বা সামাজিক অনুষ্ঠানে দূরত্ববিধি মানছে না তাঁদের নতুন করে কড়া শাস্তির বিধান দেওয়া হয়েছে।