২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গোটা বিশ্বের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দিনটি। রাজ্যের প্রধান অনুষ্ঠানটি হয় রাজধানীর রবীন্দ্রভবনে।
বাংলাদেশ সহকারী হাইকমিশন এবং রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত মাতৃভাষা দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাজস্বমন্ত্রী এন সি দেববর্মা, বাংলাদেশ সহকারী হাইকমিশন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এদিন অনুষ্ঠানে রাজ্যে বসবাসকারী করবং জনগোষ্ঠীর প্রতিনিধি রবিমোহন করবংকে সম্মাননা জ্ঞাপন করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে।
তেলিয়ামুড়ার প্রান্তিক এলাকায় অবস্থিত একটি জায়গাতে ৫ পরিবারের করবং ভাষাভাষীর লোক রয়েছেন। ভাষাটিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই এই সম্মাননা প্রদান বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।