২০২০ সালের করোনার সেই ভয়াবহ দিনগুলি যেন পুনরায় ফিরে আসতে শুরু করেছে রাজ্যে।
গত কয়েকদিন ধরে রাজ্যে ধারাবাহিক ভাবে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।
গত ২৪ ঘন্টায় নতুন করে ১৪ জন আক্রান্ত হয়েছেন বর্তমানে ৭১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন যার মধ্যে পশ্চিম জেলার ৫০ জন, দক্ষিণ জেলার ৬ জন, গোমতী জেলার ১ জন, ধলাই ৩ জন, সিপাহীজলা জেলায় ৪ জন, ঊনকোটি জেলায় ২ জন, উত্তর জেলায় ৩ জন এবং খোয়াই জেলায় ২ জন। রাজ্যে মোট আক্রান্ত ৩৩ হাজার ৫৫১ জন, সুস্থ ৩৩ হাজার ০৬৮ জন, মোট মৃত্যু ৩৮৯ জন।
বর্তমানে করোনা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগের। রাজ্য সরকারের তরফ থেকে মাস্ক পড়া বাধ্যতামূলক করার পরও অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই বিধি লঙ্ঘনের অভিযোগ। সরকারি নির্দেশিকার পাশাপাশি সাধারণ মানুষকে আরও বেশী করে সচেতন হতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।