অঙ্গীকার সামাজিক সংস্থা আয়োজিত এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় কালিটিলা স্থিত জে পি স্কুল প্রাঙ্গনে । এই শিবিরে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এলাকাবাসীদের মধ্যে ।
এই শিবিরে উপস্থিত ছিলেন শিক্ষমন্ত্রী শ্রী রতনলাল নাথ ,মেয়র শ্রী দীপক মজুমদার ,বিধায়িকা শ্রীমতি মিমি মজুমদার , দৈনিক সংবাদ পত্রিকার চেয়ারমেন শ্রী সঞ্জয় পাল, প্রেস ক্লাবের সম্পাদক শ্রী প্রণব সরকার , স্থানীয় কাউন্সিলার ,উমাঙ্গ সামাজিক সংস্থার কর্ণধার শ্রী রামু সাহা এবং অঙ্গীকার সামাজিক সংস্থার সেক্রেটারি শ্রীমতী চন্দ্রা রায় প্রমুখ । এই শিবিরটি সহায়তা করে আই এল এস হাসপাতাল ।
চিকিৎসক শুভঙ্কর পাল ও উপস্থিত থেকে রোগী দেখেন । শিবিরটি জে পি স্কুলে অনুষ্ঠিত হওয়ায় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের স্কুলটির দূরবস্থা দৃষ্টিগোচর হয় । এবং অবিলম্বে স্কুলটির সমস্যা সমাধানের সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান । দীর্ঘ্য পঁচিশ বছরে এই স্কুলটি অবহেলার জ্বলন্ত প্রমান ।