Tripura News Live

[t4b-ticker]

অবশেষে বহু প্রতিক্ষার অবসান ঘটতে চলছে

অবশেষে বহু প্রতিক্ষার অবসান ঘটতে চলছে। আগামী ৯ই মে সাব্রুমের শ্রীনগর সীমান্ত হাট পুনরায় চালু করা হবে। সম্প্রতি শ্রীনগরে সীমান্ত হাঁট চালু করা নিয়ে দু’দেশের আধিকারিক পর্যায়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়। এরপরই ৯ই মে সাব্রুমের শ্রীনগর সীমান্ত হাট পুনরায় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রসঙ্গত, ২০১৫ সালের ১৩ই জানুয়ারী শ্রীনগর সীমান্ত হাটের উদ্ধোধন হয়। তখন রাজ্যে বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল।

ADVERTISEMENT