Tripura News Live

[t4b-ticker]

আইপিএফটির সভাপতির দায়িত্ব পাওয়ার পর দলের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে প্রথম বৈঠক সম্পন্ন করলেন মেবার কুমার জমাতিয়া

আইপিএফটির সভাপতির দায়িত্ব পাওয়ার পর দলের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে প্রথম বৈঠক সম্পন্ন করলেন মেবার কুমার জমাতিয়া।

আগরতলা প্রেসক্লাবে হয় এই বৈঠক। সেখানেও দলের দুর্বলতার কথায় আকার ইঙ্গিতে তুলে ধরলেন আইপিএফটির সভাপতি।

তিনি বলেন, এডিসি নির্বাচনের পরেই দলের কিছুটা সমস্যা হয়েছে। তবে আগামীদিনে দল ঘুরে দাঁড়াবে বলে আশা ব্যক্ত করেন দলের সভাপতি তথা মন্ত্রী মেবার কুমার জমাতিয়া।

ADVERTISEMENT