জিএসটি চালু হওয়ায় ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির অনেক সুবিধা হয়েছে। এই রাজ্যগুলিতে ব্যবসা বাণিজ্যের পরিকাঠামো অনেক বেশী সম্প্রসারিত হয়েছে। আজ বিকেলে আগরতলার নেতাজী চৌমুহনীতে জিএসটি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ একথা বলেন। তিনি বলেন, জিএসটি চালু হওয়ার আগে ২০১৬-১৭ অর্থবছরে কেন্দ্রীয় বিক্রয় কর থেকে পাওয়া ত্রিপুরার শেয়ারের পরিমাণ ছিল ৪.২১ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরে আন্তঃরাজ্য বাণিজ্য থেকে কর আদায় হয়েছে ১৮২.৫০ কোটি টাকা। গত কয়েক বছরের ব্যবধানে এই পরিসংখ্যানই বলে দিচ্ছে জিএসটি চালু হওয়ায় ত্রিপুরার মত ছোট্ট রাজ্য কতটা উপকৃত হয়েছে। তিনি বলেন, ত্রিপুরার মানুষ খুবই সচেতন। তারা খুব অতিথিবৎসলও। ভৌগোলিক দিকদিয়ে এই রাজ্যের কিছু কিছু অঞ্চল দূরবর্তী হলেও জিএসটি’র সুবিধা যথাযথভাবে পেতে হলে সবার কাছে পৌঁছতে হবে।