আগরতলা পুরনিগম এলাকার যাত্রীবাহী অটো গুলিতে মিটার লাগানো হয়েছে কিনা সেই বিষয়ে খোঁজখবর নিতে ময়দানে পরিবহণ দপ্তরের কর্মকর্তারা।
বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় পুরনিগম এবং ট্রাফিকের কর্মকর্তারা অটো গুলিতে খোঁজখবর নিয়েছেন এবং মিটার লাগানো হয়েছে কিনা তা খতিয়ে দেখেছেন।
যেসকল অটোতে এখনো মিটার লাগানো হয়নি সেই সকল অটোগুলিতে যেন মিটার লাগানো হয় সেই বিষয়ে আবেদন রাখেন।