আগামীকাল সর্প দেবী মনসা পুজো। রাত পোহালেই মায়ের আরাধনায় ব্রতী হবে সকলে। আর মনসা মায়ের পূজাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই জমে উঠেছে রাজধানীর বিভিন্ন বাজার গুলি। বাজারে মনসা মূর্তির পসরা সাজিয়ে বসেছে দোকানীরা।দাম আকাশ ছোঁয়া হলেও মূর্তি সহ পুজার সামগ্রী কিনতে ব্যস্ত ক্রেতারা।