Tripura News Live

[t4b-ticker]

আগামী বছরের জানুয়ারি মাসেই হতে পারে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন

আগামী বছরের জানুয়ারি মাসেই হতে পারে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন। সেই উপলক্ষ্যে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা নেওয়া হচ্ছে।রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে অযোধ্যায় বেশ কয়েক দিন ধরে চলবে সেই অনুষ্ঠান।এবিষয়ে রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের জেনারেল সেক্রেটারি চম্পত রাই জানান, রাম মন্দির উদ্বোধন উপলক্ষে ১২ দিন ধরে চলবে অনুষ্ঠান। উদ্বোধনের দিন দেশের বিভিন্ন গ্রাম-শহরের প্রায় ৫ লক্ষ মন্দিরে পুজো অর্চনার আয়োজন করা হবে বলেও জানান তিনি।তবে নির্দিষ্ট করে না বললেও আগামী ২২ শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন চম্পত রাই।প্রসঙ্গত, ২০২০ সালের ৫ই আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ADVERTISEMENT

Click here