আগামী ২১ জুলাই প্রদেশ কংগ্রেসের ডাকা চব্বিশ ঘণ্টা বন্ধ প্রত্যাহার করলো কংগ্রেস । শুক্রবার উত্তর জেলার কদমতলা কংগ্রেস ভবনে এক বৈঠক শেষে বন্ধ প্রত্যাহারের ঘোষণা দেন দলের প্রদেশ সভাপতি বিরজিৎ সিনহা। এদিনের বৈঠকে প্রদেশ সভাপতি অভিযোগ করে বলেন, বিজেপি সরকার ইচ্ছাকৃত ভাবে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে কালিমালিপ্ত করার জন্য দুর্নীতির কোন বিষয় না থাকা সত্বেও ইডির মাধ্যমে হেনস্থা করছে। তিনি বলেন, আগামী ২১ শে জুলাই ইডি অফিসে হাজির হবেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। এর প্রতিবাদে এদিন আগরতলা ঊষা বাজার ইডি অফিসের সামনে ধর্নায় বসবে রাজ্য কংগ্রেস। এছাড়া বাইশে জুলাই সারা দেশের প্রত্যেক জেলায় এক ঘণ্টার ধর্না কর্মসূচীতে বসবে কংগ্রেস। তাই একুশ তারিখের চব্বিশ ঘণ্টা বন্ধ আপাতত প্রত্যাহার করা হয়েছে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি।