Tripura News Live

[t4b-ticker]

আগামী ৯ই সেপ্টেম্বর ভারতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আগামী ৯ই সেপ্টেম্বর ভারতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দু’দিনের জি-২০ সম্মেলনে যোগ দিতে আগামী ৯ই সেপ্টেম্বর ভারতে আসছেন তিনি।রবিবার এমনটাই জানালেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার আন্দলিব ইলিয়াস। বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার বলেন, “জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বি-পাক্ষিক বৈঠকও হবে।”আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর নয়া দিল্লির প্রগতি ময়দানের ভারত মন্ডপম কনভেনশন সেন্টারে বসতে চলেছে জি-২০ সম্মেলন। বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্রনেতারা এই বৈঠকে যোগ দেবেন। ভারতে আসবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাক্রঁ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আমন্ত্রণ জানানো হয়েছিল শেখ হাসিনাকেও। তবে তিনি আসবেন কি না, তা নিশ্চিতভাবে জানা যাচ্ছিল না। রবিবার বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার জানালেন, জি-২০ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ADVERTISEMENT

Click here