বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য হলো আত্মনির্ভর ত্রিপুরা, মডেল ত্রিপুরা ও ঘরে ঘরে রোজগারের সুযোগ সৃষ্টি করা।
এই লক্ষ্য নিয়েই রাজ্য সরকার কাজ করছে। এবার বিধানসভা অধিবেশনে প্রারম্ভিক ভাষণে রাজ্যপাল সত্যদেও নারাইন আর্য এই কথাটাই বার বার উল্লেখ করেছেন।
ধন্যবাদসূচক প্রস্তাবের উপর আলোচনার পর তা সভা কর্তৃক গৃহীত হয়।
আজ বিধানসভা অধিবেশনের দ্বিতীয়ার্ধে রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদসূচক প্রস্তাবের উপর আলোচনার সূচনা করে একথা বলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ।
রাজ্যপালের ভাষণের পূর্ণ সমর্থন জানিয়ে তিনি বলেন, কিভাবে মডেল রাজ্য হয় এবং ইচ্ছে করলে যে তা করা যায় রাজ্য সরকার একটার পর একটা সিদ্ধান্ত কার্যকর করে তা করে দেখাচ্ছে।