আধার কার্ডের মত এখন রোগীদের একটি ইউনিক নাম্বার চালু করার চেষ্টা করছে সরকার। আর তা শুরু হতে চলেছে ইন্টেনসিফায়েড মিশন ইন্দ্রধনুস পঞ্চম পর্বের মধ্য দিয়ে। এই ইউনিক নম্বরটি হচ্ছে আয়ুষ্মান ভারত হেলথ একাউন্ট নম্বর। এই নম্বরে সারা দেশে কোন একজন রোগীকে চিহ্নিত করা যাবে। বৃহস্পতিবার জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা শাখার অধিকর্তা শুভাশিস দাস এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান। ইন্টেনসিফায়েড মিশন ইন্দ্রধনুস পঞ্চম পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে পাঁচ ই আগস্ট। মুখ্যমন্ত্রী এর উদ্বোধন করবেন। তারপর তিনটি পর্বে যে সমস্ত মহিলা এবং পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুর নির্দিষ্ট সময়ে টিকা নিতে পারেনি তাদের টিকাকরণ হবে। আর তখনই আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট নম্বরটি দেওয়া হবে।