Tripura News Live

[t4b-ticker]

আনন্দনগরে ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটির ভূমিপূজা

রাজ্য সরকারের সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ থাকবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে এই সরকার রাজ্যবাসীর জন্য যেসব প্রতিশ্রুতি দিয়েছিলো তা আগামী এক বছরের মধ্যে একশো শতাংশ পূরণ করবে।

এরপরই তারা আপনাদের কাছে আশীর্বাদ নিতে যাবেন। আজ আনন্দনগরে ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটির ভূমিপূজা এবং শিলান্যাস করে একথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তিনি আশা প্রকাশ করেন রাজ্যবাসী এই সরকারকে পুনরায় আশীর্বাদ করবেন।

আগরতলার অদূরেই আনন্দনগরে গড়ে উঠবে ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি।

এজন্য রাজ্য সরকার ৪৯.২ একর জমি দিয়েছে। আজ বিকেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রথমে ভূমি পূজা করেন।

এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বর্তমান রাজ্য সরকারের চার বছর হয়েছে। মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই সরকার সাফল্যের সঙ্গে কাজ করছে।

তিনি বলেন, ২০১৮ সালের আগে যতবার ত্রিপুরাসুন্দরী মন্দির দর্শন করেছেন ততবারই প্রার্থনা করেছেন ত্রিপুরায় এমন একটি সরকার আসুক যে সরকার ত্রিপুরাকে আতঙ্কবাদ এবং নেশা থেকে মুক্ত করবে এবং বিকাশের পথে নিয়ে যাবে।

তিনি জানান, আজ তিনি বাংলাদেশ সীমান্ত পর্যন্ত ঘুরে এসেছেন।

গত চার বছরে রাজ্যে সড়ক সহ যে পরিকাঠামো গড়ে উঠেছে এজন্য তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান৷

ADVERTISEMENT

Click here