Tripura News Live

[t4b-ticker]

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাইকেল র‍্যালী

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে এক সাইকেল র‍্যালী অনুষ্ঠিত হয়।

ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজ্য মহিলা কমিশন কার্যালয়ে আজ সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী সান্ত্বনা চাকমা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরের অধিকর্তা রাধা দেববর্ম, কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী, ভাইস চেয়ারপার্সন অস্মিতা বনিক, সদস্যা ডালিয়া সিংহ, মৌসুমী দাস, সদস্য সচিব রূপক ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠানে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী সান্ত্বনা চাকমা আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।

তাছাড়াও বক্তব্য রাখেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণলী গোস্বামী।

এরপর মহিলা কমিশনের কার্যালয় থেকে এক সাইকেল র‍্যালী শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কমিশন কার্যালয়ে এসে সমাপ্ত হয়।

সাইকেল র‍্যালীতে অংশ গ্রহণ করেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী।

ADVERTISEMENT