রাজ্যে আরেকটি নতুন মেডিক্যাল কলেজ স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে ডেটন ন্যাচারেল রিসোর্সেস প্রাইভেট লিমিটেড। এর জন্য তারা ২৪৭ কোটি টাকা বিনিয়োগ করবে। মঙ্গলবার দুপুরে রাজধানীর প্রজ্ঞা ভবনে আয়োজিত নর্থ ইস্ট বিনিয়োগ সন্মেলনের পরে সাংবাদিক সন্মেলনে জানালেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন প্রজ্ঞাভবনে বিভিন্ন রাজ্যের প্রায় ১৪১ জন বিয়োগকারী অংশ নেন। তাদের সাথে বৈঠকে মিলিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প বানিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, TIDC’র চেয়ারম্যান নবাদল বনিক সহ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকেরা।
সেখানে ধলাই জেলার মেডিক্যাল কলেজ সহ বিভিন্ন বিষয়ে স্থাপনের জন্য ৮টি মৌ সাক্ষরিত হয়েছে। বৈঠক শেষে সাংবাদিক সন্মেলনে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা জানান, নর্থ ইস্ট ভেনিয়ার্স সহ বিভিন্ন বিনিয়োগকারীরা প্লাইউড এবং ব্ল্যাক বোর্ড স্থাপন করতে ১৩.৮৮ কোটি টাকা ব্যয় করবে। বোধজং নগর ইন্ডাস্ট্রি এলাকায় ফ্ল্যাশ ডোর, ধুপকাঠি সহ অন্যান্য সামগ্রী উতপাদনের ক্ষেত্রে ৫ কোটি টাকা বিনিয়োগ করবে।
মুখ্যমন্ত্রী বলেন সব মিলিয়ে মোট ৩১২.৩৮ কোটি টাকা বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন বিনিয়োগকারীরা। মুখ্যমন্ত্রী জানান বিনিয়োগকারীরা এই রাজ্যে তাদের শিল্প স্থাপন করলে রাজ্য সরকার বিভিন্ন ভাবে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে। কেননা এতে যেমন কর্ম সংস্থানের সুযোগ বাড়বে তেমনি সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হবে।