Tripura News Live

[t4b-ticker]

আসন্ন লোকসভা নির্বাচন । তাই সব কয়টি রাজনৈতিক দলই পাখির চোখ করেছে লোকসভা নির্বাচনকে

আসন্ন লোকসভা নির্বাচন । তাই সব কয়টি রাজনৈতিক দলই পাখির চোখ করেছে লোকসভা নির্বাচনকে। এক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রীদের জন্য অন্য লক্ষ্য স্থির করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৪ সালকে নিশানা না করে আরও আগের ভাবনা চিন্তা করা এবং ২০২৭ সালের মধ্যে দেশের সমস্ত ক্ষেত্রে উন্নয়নকেই লক্ষ্যমাত্রা হিসাবে বেঁধে দিলেন প্রধানমন্ত্রী । সোমবার নয়াদিল্লীর প্রগতি ময়দান কনভেনশন সেন্টারে কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “২০৪৭ সাল অবধি দেশের অমৃতকাল চলবে। আগামী ২৫ বছরে অনেক কিছু পরিবর্তন হবে। ২০৪৭ সালের মধ্যে ভারত উচ্চ শিক্ষিত এক কর্মক্ষমতার সাক্ষী থাকবে। বিভিন্ন ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি গ্রহণ করা হবে বলে তিনি জানান।

ADVERTISEMENT

Click here