Tripura News Live

[t4b-ticker]

ইতিহাস সৃষ্টি করল ভারত। চন্দ্র পৃষ্ঠে সফল অবতরণ করল চন্দ্রযান ৩

ইতিহাস সৃষ্টি করল ভারত। চন্দ্র পৃষ্ঠে সফল অবতরণ করল চন্দ্রযান ৩ । বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখল ভারত। বুধবার সন্ধ্যায় চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করে চন্দ্রযান তিন। এদিন সন্ধ্যে ছটা বেজে চার মিনিটে চাঁদের মাটি স্পর্শ করে চন্দ্রযান তিন। ৪০ দিনের অপেক্ষার অবসান হয় বুধবার। পৃথিবী থেকে চাঁদে তিন দশমিক আট চার লক্ষ কিলোমিটার দিয়ে ১৪ জুলাই যাত্রা শুরু করেছিল চন্দ্রযান তিন। অবশেষে বুধবার ২৩ আগস্ট সন্ধ্যায় চন্দ্রযান তিন এর ল্যান্ডার বিক্রম সফলভাবে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে। সেই সাথে বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখে ভারত। চন্দ্র পৃষ্ঠে চন্দ্রযান তিন এর সফল অবতরণ হওয়ায় ইসরোর বিজ্ঞানীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এদিন দক্ষিণ আফ্রিকা থেকে ভার্চুয়াল মাধ্যমে চন্দ্রযান তিন এর সফল অবতরণ দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । চাদের মাটিতে চন্দ্রযান তিন এর সফল অবতরণ হওয়ায় এদিন দেশজুড়ে খুশিতে মেতে ওঠেন দেশবাসী ।

ADVERTISEMENT

Click here