উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশের পর এবার বন্যা পরিস্থিতি গুজরাটেও। লাগাতার ভারী বৃষ্টিতে জলমগ্ন প্রায় গোটা গুজরাট। রাজ্যের দক্ষিণ ও সৌরাষ্ট্র অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জলে ডুবে গিয়েছে একাধিক গ্রাম। জলস্তর বিপদ সীমার কাছাকাছি পৌঁছে গিয়েছে বিভিন্ন নদী ও বাঁধে।বিগত এক সপ্তাহ ধরেই মাঝারি থেকে ভারী বৃষ্টিতে ভাসছিল গুজরাট। শনিবার রাজ্যজুড়ে দিনভর ভারী বৃষ্টি হয়। এরফলে একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়ে। মৌসম ভবনের তরফে গুজরাটে লাল সতর্কতা জারি করা হয়েছে। রবিবার সারাদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। গুজরাটের পাশাপাশি মহারাষ্ট্রেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।