সোমবার রাতে উদয়পুর মহকুমার রমেশ চৌমুহনী এলাকায় উদয়পুর – সাব্রুম জাতীয় সড়কে একাংশ যুবক- যুবতীদের উদ্দাম নৃত্য দেখতে পেল উদয়পুর শহরবাসী ।এদিন কোন অনুমতি ছাড়াই রমেশ চৌমুহনীতে কিছু সংখ্যক যুবক- যুবতীরা ডিজে গান লাগিয়ে রাস্তা বন্ধ করে উদ্দাম নৃত্য করতে থাকে। এরফলে উদয়পুর – সাব্রুম জাতীয় সড়কে গাড়ি,বাইক,রিক্সা সহ শত শত যানবাহন আটকে পড়ে।তখন ওই যুবক- যুবতীদের উদ্দাম নৃত্য দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলেন একাংশ কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীরাও।খবর পেয়ে সাংবাদিকরা ছুটে যান রমেশ চৌমুহনী এলাকায়।সাংবাদিকরা গিয়ে এই উদ্যাম নৃত্য দেখে ট্রাফিক পুলিশ কর্মীদের রাস্তা অবরোধের কারণ জিজ্ঞাসা করতেই রাস্তার জানজট মুক্ত করার কাজে হাত লাগান তারা ।প্রশ্ন হল রাস্তা অবরোধ করে উদ্দাম নৃত্য করার ক্ষেত্রে পুলিশের অনুমোদন ছিল কিনা। তা নিয়েই এখন উঠছে নানা প্রশ্ন।