আগরতলা, ৬ আগস্ট: রাজ্যে রেল পরিষেবার উন্নয়নে আরো একটি উল্লেখযোগ্য পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। প্রধানমন্ত্রীর হাত ধরে রবিবার ত্রিপুরার তিনটি রেলওয়ে স্টেশন সহ দেশের মোট ৫০৮টি রেলওয়ে স্টেশনকে আধুনিকীকরণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপিত হল। যার সাক্ষী হলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি দায়িত্ব নেওয়ার পর উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির চেহারা আমূল বদলে গিয়েছে। এখন উত্তর পূর্বাঞ্চলে উন্নয়নের জোয়ার বইছে। প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় রেল যোগাযোগের ক্ষেত্রে প্রভূত উন্নতি হয়েছে ত্রিপুরায়। আন্তর্জাতিক ক্ষেত্রেও রেল যোগাযোগ সম্প্রসারিত হচ্ছে। চলতি বছরেই আগরতলা হয়ে বাংলাদেশে রেল যোগাযোগ চালু হবে। সেটা হলে মাত্র ১০ ঘন্টাতেই আগরতলা থেকে কোলকাতা পৌঁছানো যাবে। আগরতলা রেল স্টেশনের আধুনিকীকরণে ২৩৫ কোটি টাকার অধিক ব্যয় বরাদ্দ ধরা হয়েছে।