Tripura News Live

[t4b-ticker]

উপনির্বাচনের মুখে বক্সনগরে সিপিএম দলে ভাঙন

উপনির্বাচনের মুখে বক্সনগরে সিপিএম দলে ভাঙন। ৪৫ বছর ধরে CPM দল করা প্রদীপ ভৌমিক নামে একজন সিপিএম নেতা যোগ দিলেন বিজেপিতে।
রবিবার বক্সনগরের দুর্গাপুর এলাকায় বিজেপির এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। সেই যোগদান সভাতেই প্রদীপ ভৌমিক সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন। এর পাশাপাশি আরও কয়েকজন জন ভোটার সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন। এদিকে এদিনই বক্সনগর বিধানসভা কেন্দ্রের মগবাড়ি এলাকায় বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেনের সমর্থনে প্রচারের কর্মসূচির অঙ্গ হিসেবে বিজেপির উঠোন সভা, পথসভা এবং বুথ অফিস উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, TIDC এর চেয়ারম্যান নবাদল বণিক, বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেন। এই কর্মসূচি গুলিতে বিজেপি কর্মী সমর্থক সহ স্হানীয় মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।

ADVERTISEMENT

Click here