Tripura News Live

[t4b-ticker]

উপ নির্বাচনের প্রচারে রাজ্যের শাসক দল বিজেপিকে টেক্কা দিয়ে প্রচার চালাচ্ছে CPIM

বক্সনগর বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনের প্রচারে রাজ্যের শাসক দল বিজেপিকে টেক্কা দিয়ে প্রচার চালাচ্ছে CPIM। বড় ধরনের কোন জনসভা না থাকলেও বক্সনগর বিধানসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী মিজান হোসেন প্রতিদিনই মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করছেন । বুধবার বক্সনগর বিধানসভা কেন্দ্রের CPIM প্রার্থী মিজান হোসেনের সমর্থনে বাতাদোলা গ্রামে বাড়ী বাড়ী প্রচার করা হয়। এতে উপস্থিত ছিলেন তিন CPIM বিধায়ক শ্যামল চক্রবর্তী , নয়ন সরকার ও সুদীপ সরকার। CPIM প্রার্থী মিজান হোসেন সহ CPIM দলের সোনামুড়া মহকুমা কমিটির সম্পাদক রতন সাহা সহ দলের অন্যান্য নেতৃত্ব ।

ADVERTISEMENT

Click here