কিছু দিন আগে কুমারঘাটে উল্টো রথের অনুষ্ঠানে সংঘটিত মর্মান্তিক দুঘটনায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন আহত তিন জনকে উন্নতমানের চিকিৎসার জন্য দিল্লি পাঠাচ্ছে রাজ্য সরকার। শনিবার সকালে এদেরকে দেখতে জিবি হাসপাতালে যান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা l সেখানে গিয়ে তিনি আহতদের সঙ্গে কথা বলেন ও এদের শারীরিক অবস্থার খবরা-খবর নেন। হাসপাতাল থেকে ফেরার পথে এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন, আহতদের মধ্যে তিন জনের অবস্থা খারাপ ছিল।যদিও হাসপাতালের যে প্লাস্টিক সার্জেন্ট রয়েছেন তার চিকিৎসাও ভাল। তবুও উন্নত চিকিৎসার জন্য আহত তিনজনকে দিল্লি পাঠানো হচ্ছে। এদের মধ্যে আজ দু’জন দিল্লি যাবে । আগামীকাল আরো একজন যাবে। এদেরকে বিমানে করে পাঠানো হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী।