Tripura News Live

[t4b-ticker]

এক কুখ্যাত নেশা কারবারি সহ বিপুল পরিমাণ নেশা সামগ্রী ও নগদ টাকা উদ্ধার করে যাত্রাপুর থানার পুলিশ

এক কুখ্যাত নেশা কারবারি সহ বিপুল পরিমাণ নেশা সামগ্রী ও নগদ টাকা উদ্ধার করে যাত্রাপুর থানার পুলিশ। যাত্রাপুর থানার পুলিশ অফিসার অরুণোদয় দাস বলেন, গতরাত বারোটার পর গোপন খবরের ভিত্তিতে এসআই বিশ্বজিৎ ভৌমিকের নেতৃত্বে বিশাল বাহিনী পাঠানো হয় সীমান্ত গ্রাম যাত্রাপুর পঞ্চায়েত এলাকার কাঁটাতার সংলগ্ন ওপারের আবুল কাশেমের বাড়িতে। সীমান্ত এলাকার স্থানীয় বিএসএফের সহযোগিতা নিয়ে ওই বাড়িতে তল্লাশি চালানো হয়। বসত ঘরের সিলিং এর উপরে ১০০০ ফেনসিডিলের বোতল ও নগদ এক লক্ষ দুই হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ এর পরেই স্বীকার করে বাড়ির উত্তরে মজুদ রয়েছে আরো দেড় হাজার ফেনসিডিলের বোতল। রাতেই সমস্ত নেশা সামগ্রী সহ তাকে বাড়ি থেকে তুলে এনে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। শনিবারই তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

ADVERTISEMENT

Click here