Tripura News Live

[t4b-ticker]

এমজিএন রেগায় কলসী মুখ এডিসি ভিলেজে ৩০,০৫৬ শ্রমদিবস সৃষ্টি

এমজিএন রেগায় জোলাইবাড়ি ব্লকের কলসী মুখ এডিসি ভিলেজে এখন পর্যন্ত ৩০ হাজার ৫৬ টি শ্রমদিবস সৃষ্টি হয়েছে।

রূপায়িত হয়েছে কর্মসূচি। কর্মসূচিগুলির মধ্যে রয়েছে ভিলেজে রাস্তা নির্মাণ ও সংস্কার, জমি সমতলকরণ, পুকুর খনন, জলাশয় সংস্কার ও জলসেচের উৎস সৃষ্টি। বায় হয়েছে ৫৯ লক্ষ ১৩ হাজার ৭৭৮ টাকা।

তাছাড়া চলতি অর্থবছরে প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ প্রকল্পে ভিলেজের ২৫০টি পরিবারকে পাকা গৃহ নির্মাণ করে দেওয়া হচ্ছে। প্রতিটি গৃহ নির্মাণে ব্যয় হবে ১ লক্ষ ৩০ হাজার টাকা করে।

ADVERTISEMENT