Tripura News Live

[t4b-ticker]

এ রাজ্যের সর্বত্র ধর্মঘটের ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে: শঙ্কর প্রসাদ দত্ত

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা দুদিনের দেশব্যাপী ধর্মঘটের সোমবার ছিল প্রথম দিন । এই ইস্যুতে আগরতলায় সাংবাদিক সম্মেলন থেকে প্রাক্তন বাম সাংসদ তথা সিট্যুর রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত দাবি করলেন , এ রাজ্যের সর্বত্র ধর্মঘটের ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে । শঙ্কর বাবু দাবি করেন গ্রাম ত্রিপুরার সমস্ত বাজার হাট বন্ধ , পাহাড় এলাকায় সমস্ত বাজার হাট – গুলো বন্ধ । সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে নিজের বক্তব্য তুলে ধরেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিট্যুর রাজ্য সভাপতি মানিক দে ।

ADVERTISEMENT