কংগ্রেস দলের তিন বিধায়কদের মধ্যে ২ বিধায়ক বৃহস্পতিবার শপথগ্রহণ করেন। প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা শপথগ্রহণ শেষে বলেন, রাজ্যের উন্নয়নে বিরোধী দলের বিধায়ক হিসেবে তার যতটুকু দায়িত্ব এবং কর্তব্য সেটা নিষ্ঠার সাথেই করে যাবেন তিনি। পাশাপাশি ঊনকোটি জেলায় রেল সম্প্রসারণের বিষয়টিও যাতে সরকার দেখেন সেই বিষয়ে আন্দোলন করে যাবেন বীরজিত সিনহা।