Tripura News Live

[t4b-ticker]

কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের এমএলএ হোস্টেলে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিল বিধানসভা কর্তৃপক্ষ

কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের এমএলএ হোস্টেলে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিল বিধানসভা কর্তৃপক্ষ। সব বিধায়করা নতুন আবাসনে গেলেও শ্রী রায় বর্মন পুরনো আবাসনে ছিলেন এতদিন। এই নিয়ে দেখা দিয়েছে ব্যাপক প্রতিক্রিয়া ।বিধানসভার সূত্রে জানা গেছে ত্রিপুরা সরকার বিজয়ীদের জন্য নতুন এমএলএ হোস্টেল তৈরি করেছে। এই হোস্টেলে চলে গেছেন সব বিধায়ক। কিন্তু সুদীপ বর্মন নতুন বিধায়কদের নির্মিত নতুন হোস্টেলে যেতে অস্বীকার করেছেন ।তিনি পুরনো
এমএলএ হোস্টেলে থাকতে চান ।এই নিয়ে তিনি কথা বলেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহার সাথেও ।কিন্তু রাজ্য সরকার তার অবস্থানে অনড় রয়েছে।সব বিধায়কদের নতুন এমএলএ হোস্টেলে যাওয়ার জন্য নির্দেশিকা জারি করেছে

ADVERTISEMENT

Click here