Tripura News Live

[t4b-ticker]

ককবরক ভাষা রোমান স্ক্রিপ্টে করার দাবিতে সোমবার গোটা রাজ্যে ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশন

ককবরক ভাষা রোমান স্ক্রিপ্টে করার দাবিতে সোমবার গোটা রাজ্যে ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশন।কিন্তু টি এস এফের ডাকা এই বনধের কোন প্রভাবই পড়েনি রাজধানীতে। এদিন রাজধানীতে জনজীবন থেকে শুরু করে সব কিছুই ছিল স্বাভাবিক।তবে জনজীবনে এই বনধের প্রভাব ফেলতে এদিন সকালে রাজধানীর উত্তর গেইট এলাকায় রাস্তা বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করে তুইপ্রা স্টুডেন্ট ফেডারেশনের সদস্য সদস্যরা।এদিকে রাজধানীর ব্যস্ততম বুদ্ধ মন্দির এলাকায় পথ অবরোধে বসে বিক্ষোভ প্রদর্শন করে T S F এর কর্মীরা। পরে পুলিশ এসে ভিক্ষোভকারীদের আটক করে এডি নগর পুলিশ মাঠে নিয়ে যায়।এই বনধকে কেন্দ্র করে যাতে করে কোন অপ্রতিকর ঘটনা না ঘটতে পারে তার জন্য নিরাপত্তা ব্যবস্থাও জরদার কড়া হয়েছে রাজধানী সহ গোটা রাজ্যে।

ADVERTISEMENT

Click here