কলেজের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার দিনক্ষণ পরিবর্তনের দাবিতে সোমবার এম বি বি ইউনিভার্সিটির সামনে কলেজ ছাত্র-ছাত্রী সহ এবিভিপির কর্মকর্তারা বিক্ষোভ প্রদর্শন কর্মসূচী সংগঠিত করে। এম বি বি ইউনিভার্সিটির আওতাধীন রয়েছে এম বি বি ও বি বি এম কলেজ। এই দুই কলেজের ছাত্র-ছাত্রীরা এদিন এবিভিপির কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এম বি বি ইউনিভার্সিটির সামনে বিক্ষোভ দেখায়। এরপর সেখান থেকে এক প্রতিনিধি দল গিয়ে এম বি বি ইউনিভার্সিটির কর্তৃপক্ষের সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়। এখন ছাত্র-ছাত্রীদের একটাই দাবি ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার দিনক্ষণ পরিবর্তন করতে হবে।