Tripura News Live

[t4b-ticker]

কল্যাণী দে’র ৭২ তম জন্মদিবস উপলক্ষে কৃতি নারী ও সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠান

বিশিষ্ট সমাজসেবী কল্যাণী দে’র ৭২ তম জন্মদিবস উপলক্ষে কৃতি নারী ও সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠান হয় আগরতলা প্রেসক্লাবে। কল্যাণী দে ফাউন্ডেশনের উদ্যোগে হয় অনুষ্ঠাটি। প্রদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন উপস্থিত অতিথিরা। উত্তরীয় পরিয়ে অতিথিদের বরণ করা হয়। অনুষ্ঠানে ১০ জন নারীকে সম্মান দেওয়া হয়। পাশাপাশি দুই জন সাংবাদিককে সম্মান প্রদান করা হয়। ১০ জন কৃতি নারী হলেন পূর্নিমা আচার্য , লাহেরা বেগম, ভুলন সরকার, স্নেহা উত্তরা, কানন বালা দাস, সঙ্গমিত্রা চক্রবর্তী, সুপ্রিয়া দেবনাথ , সুদীপ্তা পাল, চৈতালি কুন্ডা, তৃপ্তি শীল।

সম্মানিত দুই সাংবাদিক প্রনব শীল, শুভ্রজিৎ ভট্রাচার্য। অনুষ্ঠানে কল্যানী দে ফাউন্ডেশনের চেয়ারম্যান সুবল কুমার দে বক্তব্য রেখে বলেন, কল্যানীর সাথে দায়বদ্ধ জীবন শুরু হয়েছিল উনার। দুজন অনেক সুযোগ, অনেক অভাব, অনেক লড়াই করেছেন জীবনে। কিন্তু লড়াই ময়দান ছাড়েন নি। খুব কঠিন জীবন যাপন করেছেন। তাই আজ কল্যানীর জন্ম দিবসে ১০ জন সফল নারীকে কুর্নিশ জানানো হচ্ছে। কল্যানী দে আজীবন মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা চেষ্টা করেছেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে দাঁড়াতেন। সেই কাজকে আজও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। সম্মানিত দুই সাংবাদিক এবং ১০ জন নারী জীবনে বহু দুর এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন জানান তিনি।

কল্যাণী দে ফাউন্ডেশনের আহ্বায়ক অভিষেক দে জানান, এবছর কল্যানী দে ফাউন্ডেশনের পক্ষ থেকে এ ধরনের অনুষ্ঠান দ্বিতীয়বার করা হয়। বৃদ্ধাশ্রমে স্বাস্হ্য শিবির, সাংবাদিক ও থানায় কোভিডের সময় সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়, অনাথ শিশুদের সহযোগিতা করা হয় বলে জানান আহ্বায়ক অভিষেক দে। অনুষ্ঠানে উপস্থিত আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার বলেন, কল্যাণী দে জীবনে বড় কাহিনী রয়েছে। তিনি বহু কষ্ট করে প্রতিবাদের প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। যেখানে আজ বহু মানুষের কর্মসংস্থান হয়েছে। এ ধরনের অনুষ্ঠানের কুর্নিশ জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ফুলন ভট্টাচার্য বলেন, কল্যানী দে ফাউন্ডেশন আজ মানুষকে নয়া পথ দেখাচ্ছে। যারা জীবন যুদ্ধে ক্লান্ত তাদের উৎসাহ দেয় এই ধরনের অনুষ্ঠান। যারা আজ সম্মানীত হয়েছে, তারা আগামী দিনে সমাজের উদাহরণ। আর এটা হলো জয়ের উপাদান বলে আশা ব্যক্ত করেন তিনি। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অরুণোদয় সাহা জানান, এটি উল্লেখ যোগ্য ব্যতিক্রমী অনুষ্ঠান। সম্মানিত মহিলাদের কুর্নিশ জানান। যারা আজ সম্মানীত হয়েছে, তারা সকলে সফল। তাদের দ্বারা আগামী দিনে মানুষ অনুপ্রানিত হবে। এদিন অনুষ্ঠানে এছাড়াও ছিলেন মানস দেববর্মণ, স্কুল অফ সায়েন্সের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্যী সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

ADVERTISEMENT