Tripura News Live

[t4b-ticker]

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা দুদিনের দেশব্যাপী ধর্মঘট: ত্রিপুরায় ধর্মঘটের কোনও প্রভাব লক্ষ্য করা যায়নি

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা দুদিনের দেশব্যাপী ধর্মঘট: ত্রিপুরায় ধর্মঘটের কোনও প্রভাব লক্ষ্য করা যায়নি

সোমবার ছিল প্রথম দিন । কিন্তু এই ধর্মঘটের প্রভাব রাজ্যে পরতে দেখা গেল না । রাজধানী আগরতলা থেকে রাজ্যের অন্যান্য জেলাতে স্বাভাবিক ছিল জন জীবন । সরকারি অফিস , শিক্ষা প্রতিষ্ঠান , দোকান পাট , বাজার সব ছিল খোলা । যান চলাচলও ছিল স্বাভাবিক ।

সোনামুড়াতে ধর্মঘটের কোনও প্রভাব দেখা গেল না । এখানে বাজার থেকে দোকান পাট , সরকারি অফিস , শিক্ষা প্রতিষ্ঠান , ছিল খোলা । যান চলাচল ছিল স্বাভাবিক । ধর্মঘটের বিরোধিতায় পথে নামেন বিজেপি নেতা কর্মীরা । উদয়পুরেও ধর্মঘটের কোনও প্রভাব লক্ষ্য করা যায়নি ।

ADVERTISEMENT